ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ বরিশাল নগরীতে ভাই ভাই দ্বন্দ্বে খুন হয়েছেন মো: ফরিদ নামের এক ব্যক্তি। আজ শনিবার বেলা ১২ টার দিকে নগরীর মুন্সির গ্রেজ এলাকায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় খুনি ভাই শাহআলমসহ তার অপর দুই ভাইকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শাহআলমের সাথে দোকানের ভাড়াকে কেন্দ্র করে নিহত ফরিদের ঝগড়া বাধে। এক পর্যায়ে শাহআলম ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন ফরিদকে। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরিদের। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে খুনি শাহআলম এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে সানু এবং শিহাব নামে তাদের অপর দুই ভাইকে আটক করেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্র জানায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST