ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
বিশেষ প্রতিনিধি, মির্জাগঞ্জ অফিসঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৭ কেজি গাঁজা সহ মো.রফিক আকন(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকাল ৫টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রফিক আকন মধ্য চালিতাবুনিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। মির্জাগঞ্জ থানা সূত্রে জানা যায়,উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামে ‘বিপুল পরিমান গাঁজা মজুদ করে গোপনে ব্যবসা চলছে’ এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্যবসায়ী রফিক আকনের বাড়ির পাশে একটি নিমার্ণাধীন ভবনের ভিতর থেকে ১৭ কেজি গাঁজা এবং ওজন করার জন্য একটি দাড়িপাল্লাসহ তাকে আটক করা হয়। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন,আটক মাদক ব্যবসায়ী রফিক আকন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত ওই ভবনের ভিতরে গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST