ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৮নং চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার চর আমজাদ এলাকায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সৌরভ হোসেন সৌরভকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাহার ও হোসেন সহ আরো দু’জনকে কুপিয়ে আহত করা হয়। শনিবার মধ্যরাতে চর আমজাদ এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সৌরভ ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক এএসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, শনিবার রাতে সৌরভ হোসেনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST