মির্জাগঞ্জে দুইটি বোমা মেশিন ধ্বংস

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

মির্জাগঞ্জে দুইটি বোমা মেশিন ধ্বংস
বিশেষ প্রতিনিধি,মির্জাগঞ্জ অফিসঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য স্থানীয় ভাবে তৈরি দুইটি ড্রেজার মেশিন (বোমা মেশিন) ধ্বংস করা হয়েছে। কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা বাজার সংলগ্ন খাল থেকে দু’টি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায় ড্রেজার মালিক ও শ্রমিকরা। এসময় বালু উত্তোলনের জন্য খালের মধ্যে ২০ফুট গভীরে বসানো প্লাষ্টিকের পাইপ উপড়ে ফেলাসহ মেশিনের সাথে সংযুক্ত সকল পাইপ কেটে ধ্বংস করা হয় এবং ঘটনাস্থল থেকে ২০লিটার ডিজেল,মেশিন চালু করার ২টি হ্যান্ডেল,২টি সেলাই রেঞ্জ ও হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন বলেন,অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ বিপন্নকারীদের কঠোর ভাবে দমন করা হবে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest