মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর স্বীকৃতি পেয়েছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। এ নিয়ে তিনি এই দ্বিতীয় বারের মত এ সম্মান লাভ করেন। এর আগে তিনি পার্শ্ববর্তী গৌরনদী মডেল থানায় চলতি দ্বায়িত্ব পালনকালে প্রথমবারের মত শ্রেষ্ঠ ওসির সম্মানে সম্মানিত হন। গতকাল রবিবার বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ আফজাল হোসেনের নাম ঘোষণা করেন এবং বিশেষ সন্মাননা তুলে দেন বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রব হাওলাদার, সহকারী পুলিশ সুপার সুশান্ত কুমার ও মোঃ শামস, জেলার ১০ থানার ওসি এবং জেলা পুলিশের সকল অফিসার্স ফোর্স। মোঃ আফজাল হোসেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই আগৈলঝাড়ার মাদক নির্মূল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই বিষয়গুলো মূল্যায়নের ভিত্তিতেই জানুয়ারি মাসে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দের মধ্যে সেরা অবদানের জন্য তাকে এই পুরষ্কারে পুরস্কৃত করা হয়। আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, “যেকোনো ত্যাগ ও পরিশ্রমের পুরস্কার ও মূল্যায়নই আনন্দদায়ক। এই পুরস্কার প্রাপ্তি আগৈলঝাড়া থানার প্রতিটি পুলিশ কর্মকর্তাদের সমন্বিত টিমওয়ার্কের ফলেই সম্ভব হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের আমার কাজের এই মূল্যায়ন আমাকে আরো বেশি কর্মোদ্দিপনা যোগাবে। আমি যতদিন এখানে থাকবো আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় কাজ করে যাবো। আমি সব সময় এই এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে কাজ করে যাব।”