কলাপাড়ায় বনবিভাগের উপকারভোগীদের মধ্যে লভাংশ বিতরণ

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

কলাপাড়ায় বনবিভাগের উপকারভোগীদের মধ্যে লভাংশ বিতরণ
 মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া বনবিভাগের আয়োজনে উপকারভোগীদের মধ্যে বনাবিভাগের লভ্যাংশ বিতরণ করা হয়েছে। রবিবার শেষ বিকালে ধানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২৭ জন উপকারভোগীদের মাঝে ৫ হাজার ৪ শত ৬২ টাকা করে মোট ১ লক্ষ ৪৭ হাজার ৪ শত ৭৪ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কলাপাড়া উপজেলা রেঞ্জ অফিসার মো. আব্দুস সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসাবে ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক এস.কে রঞ্জন ও ক্লাবের দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। এছাড়াও কলাপাড়া উপজেলা বনবিভাগের উপকারভোগীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বনবিভাগের উপকারভোগী হিসাবে সরকার প্রদত্ত চেক হাতে পেয়ে সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা সকলে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি উপজেলা বনবিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest