মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে (১০ ফেব্রুয়ারি) সোমবার বেলা সাড়ে ১১টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আ.লীগের উদ্দোগে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রেজবি-উল-কবির জোমাদ্দার এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মু. তৌফিকু উজ্জামান তনু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। কর্মী সভায় আরো বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির,জেলা আ.লীগের সহ-সভাপতি জনাব মো.হুমায়ন কবির,জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক,গোলাম সরোয়ার টুকু,জনাব হুমায়ন কবির,জেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.মোতালেব মৃধা,জেলা আ.লীগের স্বাস্হ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক জনাব মো.ফজলুল হক জোমাদ্দার প্রমুখ।,জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসার মহারাজ,জেলা পরিষদের সদ্যস মোসা:দেলোয়ারা হামিদ, সাবেক যুবলীগের সভাপতি মো.মনিরুজ্জামান মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, ছাত্র লীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্তিত ছিলেন। এ সময় বক্তারা বলনে ‘নেতা হতে নয়, আওয়ামী লীগের ত্যাগী কর্মী হতে চেষ্টা করুন। যারা নেতা হতে চেষ্টা করে তারা অল্প দিনেই ঝড়ে পড়ে।’ আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল, এ দলে এসে কেউ অপকর্মে জড়িত হয়ে দলকে প্রশ্নবিদ্ধ করবেন না। মনে রাখবেন এ দলকে বাংলাদেশে টিকিয়ে রাখতে জমিনে অনেক রক্ত দিতে হয়েছে। অনেক ত্যাগ-তিতীক্ষা ও সংগ্রাম করতে হয়েছে। তাই নেতা নয় আমরা আওয়ামী লীগের ত্যাগী কর্মী চাই।