মির্জাগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

মির্জাগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

মোঃ সাইফুল ইসলাম,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এইচ এম ফাহাদ (১৮) নামে এক যুবককে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮। বুধবার সকালে উপজেলা সদরস্থ সুবিদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফাহাদ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে। পটুয়াখালী র‌্যাব-৮ সূত্রে জানা যায়, পটুয়াখালী র‌্যাব-৮ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে বুধবার সকালে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য এইচ.এম ফাহাদ(১৮) আটক করেন। এ সময় আটককৃত ফাহাদের নিকট থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট এবং বিপুল পরিমান ভূয়া নমুনা প্রশ্নপত্র জব্দ করা হয়। পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান, অভিযুক্ত এইচ. এম ফাহাদ মোবাইল প্রযুক্তি ব্যবহারে খুবই দক্ষ। সে অসত্য তথ্য দিয়ে Farham Rahman ও Jisan Mahmud নামক দুইটি ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে। সেই আইডি এবং ম্যাসেঞ্জার এর মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করতো এবং অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালাতো। ইতোমধ্যে সে ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। আটককৃত ফাহাদকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest