নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ!!

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ!!

এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার রাতে উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে। এছাড়া মঙ্গলবার বিকাল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://nstu.admission.online) বিস্তারিত পাওয়া যাবে।
এছাড়াও বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রমের তথ্যও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষা অনুষদের ডিন এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপকমিটির আহ্বায়ক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হকসহ নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এবারে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৬৮ হাজার ৭৬০ জন। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮২ দশমিক ৪৬ শতাংশ; মোট পাশের হার ৬১ দশমিক ৮৫ শতাংশ।
পাশের হার ‘এ’ ইউনিটে ৭১ দশমিক ২৩ শতাংশ, ‘বি’ ইউনিটে ৭৩ দশমিক ৫৯ শতাংশ, ‘সি’ ইউনিটে ৬২ দশমিক ৭৫ শতাংশ, ‘ডি’ ইউনিটে ৪৯ দশমিক ৪৬ শতাংশ, ‘ই’ ইউনিটে ৪৪ দশমিক ৮৯ শতাংশ ও ‘এফ’ ইউনিটে ২৭ দশমিক ৮৫ শতাংশ।
গত ১ থেকে ২ নভেম্বর দুই দিনব্যাপী ছয়টি ইউনিটের ৩০টি বিষয়ে ১ হাজার ২৮৫ (কোটা ছাড়া) আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest