আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে সুন্দর সমাজ গঠনের লক্ষে বকাটে স্টাইলে চুলকাটা বন্ধে নাপিতদের সঙ্গে মতবিনিমিয় করেছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনর্চাজ দীলিপ কুমার দাস। শুক্রবার বড়াইগ্রাম থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বকাটে স্টাইলে চুল না কাটতে এবং সেলুনে চুলকাটার স্টাইলিশ ফেস্টুন সরাতে নির্দেশ দেওয়া হয়। কোন সেলুন মালিক বখাটে স্টাইলে চুল কাটলে কিংবা কোন ছেলে যদি জোর করে বখাটে স্টাইলে চুল কাটতে বাধ্য করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। মতবিনিময় সভায় অন্যদের মাঝে এসআই আহসান হাবীব, এসআই সানোয়ার হোসেন, এ এসআই মতিউর রহমান সহ বড়াইগ্রামের প্রায় তিন শতাধিক সেলুন মালিক ও নাপিত উপস্থিত ছিলেন।