বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের-মির্জা ফখরুল ফোনালাপঃ

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের-মির্জা ফখরুল ফোনালাপঃ
 মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে টেলিফোন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আলাপ হয়েছে। তাদের দলের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। আমি যেন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করি।’ কাদের আরও বলেন, ‘খালেদা জিয়া যে মামলায় কারাগারে রয়েছেন তা হচ্ছে দুর্নীতির মামলা। এটা কোনো রাজনৈতিক মামলা নয়। রাজনৈতিক মামলা হলে সরকার বিবেচনা করতে পারতো। বিষয়টা এখন সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’ তিনি বলেন, ‘বিএনপি এবং খালেদা জিয়ার স্বজনদের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বলছেন, তবে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করেননি।’

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest