যশোরের শার্শায় ৪৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

যশোরের শার্শায় ৪৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের শার্শা থেকে ৪৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রুহুল আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সকালে শার্শা কামারবাড়ী মোড় পাকা থেকে তাকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক রুহুল বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারানপুর গ্রামের হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, যশোর জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও নাভারণ “খ” সার্কেল এএসপি জুয়েল ইমরানের সহযোগিতায় মাদক চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, শার্শা থানার এসআই আবুল হাসান সংঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার কামারবাড়ী মোড় পাকা রাস্তার উপর থেকে সন্দেহজনক ভাবে একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্টো ট ১৬-৬৯২৫) আটক করে। এসময় কাভার্ডভ্যান থেকে নেমে একজন দৌড়ে পালিয়ে গেলেও রুহুল আমিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে কাভার্ডভ্যানের কন্টিনারের ভিতর থেকে ৪৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। শার্শা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আটক আসামীর নামে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest