গভীর রাতে দরিদ্রদের বাড়িতে খাবার নিয়ে হাজির এএসপি

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

গভীর রাতে দরিদ্রদের বাড়িতে খাবার নিয়ে হাজির এএসপি
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:-  দিনাজপুরের ঘোড়াঘাটে মহামারী করোনা হাত থেকে রক্ষায় ঘরবন্দী খেটে খাওয়া দিনমজুর মানুষের বাড়িতে গভীররাতে চাল, ডাল ও আলু সহ ত্রাণ সহায়তা পৌঁছিয়ে দিয়েছেন দিনাজপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম (বিপিএম)। এ সময় ত্রাণ সহায়তা পেয়ে খুশি কর্মহীন ঘরবন্দি মানুষ গুলো। গত বৃহস্পতিবার মধ্যে রাতে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম (বিপিএম) ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপজেলার কাদিমনগর, লালমাটি ও পুরাতন বাজার সহ বেশকিছু গ্রামে অনাহারে থাকা ৩৫ টি পরিবারের মাঝে এসব খাবার সামগ্রী পৌঁছে দেন। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, আমরা আমাদের ব্যক্তিগত তহবিল এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি মহোদয়ের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী একত্রিত করে দুস্থ ব্যাক্তিদের বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিয়েছি। করোনাভাইরাস মোকাবেলায় দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest