এমপি কে কল : গভীর রাতে ত্রাণ নিয়ে হাজির মেয়র

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

এমপি কে কল : গভীর রাতে ত্রাণ নিয়ে হাজির মেয়র
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:-  দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ঢাকা মোড়ের সাইকেল মেকার আ. করিম। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় ১ সপ্তাহ থেকে বন্ধ তার ছোট্ট দোকানটি। এমন অবস্থায় খাবারের অভাবে পেটের ক্ষুধা সইতে না পেরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে ফোন করে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে ছিলেন তিনি। অতঃপর গতকাল মঙ্গলবার গভীর রাতে এমপি’র নির্দেশনায় বস্তা ভর্তি ত্রাণ সহায়তা নিয়ে তার বাড়িতে পৌঁছিয়ে দেন পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন ও এমপি’র অ্যাম্বাসেডর ইফতেখার আহম্মেদ বাবু। সাইকেল মেকার আ. করিম বলেন, আমি পেটের ক্ষুধা সইতে না পেরে আমাদের এমপি সাহেবকে কল করে আমার কষ্টের কথা জানাই। এমপি আমার নাম ও ঠিকানা জিজ্ঞেস করে আমাকে বলেন, আপনে ঘরের ভিতরে থাকুন। কিছুক্ষণের ভিতর খাবার আপনার বাড়িতে পৌঁছে যাবে। রাত্রে ১২ টার সময় দেখি আমাদের মেয়র একটি বস্তা নিয়ে আমার বাড়িতে এসেছে। মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, সংসদ সদস্য আমাকে ফোন করে সাইকেল মেকারের নাম, ঠিকানা দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছিয়ে দিতে বলেন। আমি এক মুহুত্বও দেরী না করে সংসদ সদস্যর ব্যাক্তিগত বরাদ্দের ত্রান সহায়তা তার বাড়িতে পৌঁছিয়ে দেই।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest