আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের সিংড়া থেকে ১০ টাকা কেজি দরে বিক্রির ১৭১ বস্তা চাল সহ ডিলার আসাদুজ্জামান আটক করেছে পুলিশ। সিংড়া থানার ওসি নুর-এ-আলম জানান, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া এলাকার একটি পরিত্যাক্ত গোডাউনে ১০ টাকা কেজির চাল মজুদ রাখার খবর পেয়ে দুপুরে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে কার্ডধারীদের মাঝে বিক্রির ১৭১ বস্তা চাল জব্দ করা হয়। আটক করা হয় ডিলার আসাদুজ্জামানকে,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বিশ্বাস জানান, কর্মসূচী সাময়িক স্থগিত করায় চালগুলো ওই গোডাউনে মজুদ রাখা ছিল।