জীবাণুনাশক টা‌নেল উদ্ভাবককে দিনাজপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তির অ‌ভিনন্দন জ্ঞাপন

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

জীবাণুনাশক টা‌নেল উদ্ভাবককে দিনাজপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তির অ‌ভিনন্দন জ্ঞাপন
করোনা সংকটকালীন মুহু‌র্তে স্থানীয় যন্ত্রপা‌তি ব‌্যবহার ক‌রে সম্পূর্ণ স্বয়ং‌ক্রিয় জীবাণু নাশক ট‌া‌নেল তৈ‌রি ক‌রেছেন দিনাজপুর সারদেশ্বরী বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৬ পুরস্কারপ্রাপ্ত, কৃষি ও কৃষি তথ্য প্রযুক্তি গবেষক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।
সাংবা‌দিক‌দের সুরক্ষায় তার উদ্ভাবিত স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেলটি দিনাজপুর প্রেস ক্লা‌বে উপহার দেন।
দিনাজপুর প্রেস ক্লা‌বের সম্মানিত সভাপ‌তি স্বরূপ বকসী বাচ্চু, ০৮ মে, শুক্রব‌ার ‌দিনাজপুর প্রেস ক্লা‌বে টানেলটির উদ্ভাবক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন কে আমন্ত্রণ জা‌নান এবং উদ্ভাবককের উপস্থিতিতে তাকে সময় উপ‌যোগী প্রয়োজনীয় এই ডিভাইস তৈরি করায় ধন‌্যবাদ জ্ঞাপন ক‌রেন।
এসময় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতির সম্পাদিত বহুল প্রচারিত দিনাজপু‌রের জন‌প্রিয় প‌ত্রিক‌ায় প্রকাশিত মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের উদ্ভাবিত জীবানুনাশক টানেলের প্রতিবেদনটি সহ দৈনিক সৃজনী পত্রিকাটি উপহ‌ার দেন এবং তার উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest