লালমনিরহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

লালমনিরহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোতালেব হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে।কৃষক মোতালেব হোসেন উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরের আবু তালেবের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎ করে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন মোতালেব হোসেন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাত এ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest