ঢাকা ৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
রাজশাহী ব্যুরো :
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। অপরাধ সভায় করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার মাদক দমনে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ দেন। আসন্ন পবিত্র ঈদ -উল – আযহাকে সামনে রেখে কোরবানি পশুর হাটে নিরাপত্তা প্রদান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ইত্যাদি বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া সম্মুখসসারির যোদ্ধা হিসেবে গত ১/৭/২০২০ ইং তারিখ জীবন উৎসর্গকারী রাজশাহী জেলা পুলিশের কোর্ট শাখার এএসআই আবুল আলাম আজাদের স্মরণে এক মিনিট নীরবতা ও বিশেষ মোনাজাত করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST