ঢাকা ৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
মোঃ ফিরোজ হোসাইন
আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে প্রবল বর্ষণ ও ঢলের পানিতে বিধ্বস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো গ্রামবাসী। কয়েক দিন আগে হঠাৎই আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রায় ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পানির গতিবেগ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়িবাঁধসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
একই সঙ্গে আত্রাই থেকে ভরতেঁতুলিয়া হয়ে কাশিয়াবাড়ি পর্যন্ত রাস্তা ডুবে বন্যা কবলিত হয়ে যায় তেঁতুলিয়া গ্রাম। কাশিয়াবাড়ি ও তেঁতুলিয়া গ্রামের হাজার হাজার লোকজনের চলাচলের একমাত্র রাস্তাটি বন্যায় ভেঙে যাওয়ায় চলাচলে তারা চরম দুর্ভোগের শিকার হন। বন্যার পানি রাস্তা থেকে নেমে গেলেও রাস্তার ভাঙনস্থল মেরামত না করায় চরম দুর্ভোগ পোহাতে হয় ভরতেঁতুলিয়া গ্রামবাসীর। আত্রাই রেলওয়ে স্টেশনের নিকটবর্তী এ গ্রামে চলাচলের বিকল্প কোন রাস্তা না থাকায় তাদের দুর্ভোগ আরো বেড়ে যায়। এমন কি গ্রামের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে নেওয়াও সম্ভব হচ্ছিল না। তা ওই গ্রামের লোকজন স্বোচ্ছাশ্রমেই রাস্তাটি সংস্কার করছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST