আক্কেলপুরে করোনায় আক্রান্ত হয়ে রেল স্টেশনের সিগন্যাল খালাসী নিয়ামত আলীর মৃত্যু রেলস্টেশন ক্লোজ ডাউন ঘোষণা

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

আক্কেলপুরে করোনায় আক্রান্ত হয়ে রেল স্টেশনের সিগন্যাল খালাসী নিয়ামত আলীর মৃত্যু  রেলস্টেশন ক্লোজ ডাউন ঘোষণা

আবু রায়হান, জয়পুরহাটঃ

জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে সিগন্যাল খালাসী পদে কর্মরত নুরে নিয়ামত আলী (৩৭) নামের এক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় রেলস্টেশনটি ক্লোজ ডাউন ঘোষণা করা হয়েছে।

বগুড়া জেলার আদমদিঘী উপজেলার শালগ্রাম এলাকার হামিদ আলীর ছেলে নুরে নিয়ামত আলী গত ২০১৫ইং সালে আক্কেলপুর রেলস্টেশানে সিগন্যাল খালাসী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে আক্কেলপুর রেলস্টেশন মাষ্টার খাতিজা বেগম জানান, দায়িত্বরত অবস্থায় নিয়ামত আলীর শরীরে জ্বর আসে এবং করোনা উপসর্গ থাকায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার নমুনা পরিক্ষা করলে পজেটিভ আসে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরেই আক্কেলপুর রেলস্টেশনের ১৪ জন কর্মকর্তা কর্মচারি ক্লোজ ডাউনের আওতায় রয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস, এম হাবিবুল হাসান জানান,করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিয়ামত আলীর মৃত্যুর পর রেলস্টেশনটি ক্লোজ ডাউন ঘোষণা করার বিষয়ে জনসার্থে এলাকায় মাইকিং করে প্রচার করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest