পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে সিনহা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিনহা আক্তার ওই এলাকার নুর আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, সিনহা আক্তার দুপুরে বাড়ির অদূরে পুকুরে বাবার সাথে মাছ ধরতে যায়। এক পর্যায়ে সিনহার বাবা পুকুরের ধার থেকে তাকে বাড়িতে যেতে বলে। বাড়িতে সিনহাকে না পেয়ে পরিবারে লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশুটির লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest