পঞ্চগড়ের করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

পঞ্চগড়ের  করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে হরিশ চন্দ্র রায় (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত হরিশ চন্দ্র রায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার কুনথুলিপাড়া এলাকার বাসিন্দা।

স্বাস্থ্যবিধি মেনে সতকর্তার সাথে তার সৎকার সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।

মৃতের পরিবার জানায়, করোনা ধরা পড়ার আগে তিনি টিবি (যক্ষা) রোগে ভুগছিলেন। টিবি রোগের চিকিৎসা করাতে গেলে গত ১৮ জুলাই রংপুরে হরিশের করোনা ধরা পড়ে। ২১ জুলাই শ্বাসকষ্ট নিয়ে তাকে পঞ্চগড় ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (২৫ জুলাই) তার শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। বিকেলেই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রোববার (২৬ জুলাই) দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে পঞ্চগড় জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিজে পঞ্চগড় জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫ জনে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest