রাজশাহীতে শরীরে আগুন দিয়ে একব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০

রাজশাহীতে শরীরে আগুন দিয়ে একব্যক্তির আত্মহত্যা

রাজশাহী ব্যুরো : পারিবারিক কলহের জের ধরে রাজশাহী মহানগরীতে শরীরে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে তাজুদ (৪২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি নগরীর হেতেমখা এলাকার চান মিয়ার ছেলে । আজ রাত পোনে ১১ টার দিকে নগরীর হেতমখাঁ বড় মসজিদের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest