ঢাকা ৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০
মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরিত নমুনা পরিক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয় বলে জানানো হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সোলাইমান হোসেন মেহেদী জানান, জ্বরসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার তার নমুনা পরিক্ষার রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ি নিজ বাসাতেই হোম আইসোলেশনে রয়েছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, গত কয়েকদিন থেকে শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয় তাই করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। এর পর থেকেই তিনি অফিস করেননি, বাড়িতেই ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST