হিলিতে রিক্স-ভ্যান চালক আদিবাসী যুবককে গলা কেটে হত্যা।

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

হিলিতে রিক্স-ভ্যান চালক আদিবাসী যুবককে গলা কেটে হত্যা।

হিলি প্রতিনিধি
হিলিতে শানচু মিনজি নামের ভ্যান চালক এক আদিবাসি যুবককে গলা কেটে হত্যা করে তার রিক্সা ভ্যানটি ছিলিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। আজ রোববার সকালে হিলি’র ইসমাইলপুর সড়কের উপর থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করেছে পুলিশ।

গতরাতে কে বা কাহারা ওই আদিবাসী যুবককে হত্যা করে তার রিক্সা ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নিহত শানচু মিনজি হাকিমপুর উপজেলার ছাতনি জামতলী গ্রামের নব মিনজি’র ছেলে।

নিহতের স্বজনরা জানায়, শানচু মিনজি গতকাল তার রিক্সা ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরে তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে হাকিমপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

হাকিমপুর থানা পুলিশের ওসি তদন্ত মোস্তাফিজার রহমান জানান, নিহত শানচু মিনজি লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest