ঢাকা ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মামুনুর রশীদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা উপসর্গ নিয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উপজেলার তোড়িয়া ইউনিয়নের উত্তর সাহাপাড়া গ্রামের মৃত: দিবর আলীর পুত্র তরিকুল ইসলাম (৬২) বৃধবার (৫আগষ্ট) ভোরে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান।
তিনি বেশ কিছুদিন থেকে জ্বর, শাসকষ্ট ও মূখে ঘাঁ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির জানান, অসুস্থতার খবর পেয়ে গত ৩ আগষ্ট ওই কৃষকের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় এবং সংবাদটি পাঠানোর পূর্ব পর্যন্ত তাঁর নমূনা পরীক্ষার ফলাফল এসে পৌছায়নি। এদিকে তরিকুলের লাশ দাফনে প্রতিবেশীরা এগিয়ে না আসলেও আটোয়ারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দল মৃত: কৃষকের বাড়িতে হাজির হয়ে বারঘাটি গোরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST