ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
রাজশাহীতে চার হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর ও জেলায় নতুন করে আরো ৪৬ জন করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে । নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ হাজার ১৭ জন। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রামেক হাসপাতালের ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ২৯৭৯ জন, বাঘা উপজেলায় ১০২ জন, চারঘাট উপজেলায়
১২৯ জন, পুঠিয়া উপজেলায় ৯৮ জন, দুর্গাপুর উপজেলায় ৬৯ জন, বাগমারা উপজেলায় ৯০ জন, মোহনপুর উপজেলায় ১০৪ জন, তানোর উপজেলায় ৯৮ জন, পবা উপজেলায় ২৫৩ জন ও গোদাগাড়ী উপজেলায় ৯৫ জন রয়েছে। এরমধ্যে ৩২ জন মারা গেছে ও ১৮৯১ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। জেলার ৯টি উপজেলায় শনাক্ত হয়েছে ১০২৪ জন। শুর থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন আর কেউ হোম কোয়ারেন্টাইনে নেই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST