করোনায় আক্রান্ত এক লাখ ৮২ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছে বাংলাদেশে |

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

করোনায় আক্রান্ত এক লাখ ৮২ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছে বাংলাদেশে |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |

দেশে করোনায় মোট সুস্থ এক লাখ ৮২ হাজারের বেশি মানুষ
দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৭ হাজার ৮৩ জন মানুষ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা তিন হাজার ৭৮৪ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৬৮৬ জন, চট্টগ্রামে ৭৮৯, রংপুরে ১৫৪, খুলনায় ২৬৮, বরিশালে ৮৭, রাজশাহীতে ১৪৮, সিলেটে ৫৬৮ এবং ময়মনসিংহে ৮৪ জন সুস্থ হয়েছেন। উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ হয়েছে। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৮২টি নমুনা। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৪৮৫ জন।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টিতে। করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১১ জন। এদের মধ্যে হাসপাতালে ৩৮ জন ও বাড়িতে ৪ জন মারা যায়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯৮৩ জনে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest