লালপুরে সিএস,আর এস ভুক্ত আওয়ামীলীগ এমপির সাথে নয়, থানা আওয়ামীলীগের সাথেই আছে -ঝুলফু

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

লালপুরে সিএস,আর এস ভুক্ত আওয়ামীলীগ এমপির সাথে নয়, থানা আওয়ামীলীগের সাথেই আছে -ঝুলফু

এস ইসলাম, লালপুর (নাটোর ) প্রতিনিধি ।
আরএস সিএস ভুক্ত আওয়ামীলীগ সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সাথে নয়, লালপুর উপজেলা আওয়ামীলীগ এর সাথে আছে। আমাদের সভায় যারা আসে তাদের ইতিহাস জানুন, আর সাংসদের সাথে যারা থাকেন তাদের অতীত ইতিহাসটা একটু ঘেটে দেখুন। জামায়াত-বিএনপি থেকে আসা অনুপ্রবেশকারী, মাদকাসক্ত ব্যক্তি ও অনৈতিক কাজে যুক্ত ব্যক্তিদের নিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকের সম্মান বজায় রাখুন। নইলে আওয়ামীলীগ নের্তৃবৃন্দ আপনাকে বর্জন করবে, তখন দাড়ানোর জায়গাও খুঁজে পাবেন না। – শনিবার (২৯ আগস্ট) বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এ কথা বলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট রাতে নিহত সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুত্তিযোদ্ধা আব্দুল খালেক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আকতার, আমজাদ হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আসিয়া জয়নুল বেনু, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest