নলছিটিতে ছাত্রলীগের ধর্ষন বিরোধী কর্মসূচি পালন

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

নলছিটিতে ছাত্রলীগের ধর্ষন বিরোধী কর্মসূচি পালন

আরিফুর রহমান আরিফ :
কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নলছিটি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (০৭অক্টোবর) সন্ধ্যায় নলছিটি বাসস্ট্যান্ডে বিজয় উল্লাস চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন ও একমিনিট নিরবতা পালন করে এ শাস্তির দাবি জানান তারা।

এসময় বিভিন্ন প্লাকার্ডে ধর্ষণবিরোধী বক্তব্য তুলে ধরা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন বলেন, ছাত্রলীগ শুধু ছাত্র অধিকার নিয়ে কথা বলে না, পাশাপাশি মা-বোনদের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে। ছাত্রলীগ যদি দায়িত্ব নেয় তাহলে পাড়া-মহল্লায় কোনো ধর্ষক ধর্ষণ করার সাহস পাবে না৷ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

আর যারা ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্রে ব্যস্ত তাদের আহ্বান করবো ধর্ষকের বিচারের দাবিতে সোচ্চার হবার জন্য।ধর্ষকের বিচারের জন্য ছাত্রলীগ সবসময় রাজপথে থাকবে। এসময় পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান,সাধারণ সম্পাদক অন্তনু পালিত অন্তু, উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন মিত্র, মেহেদী হাসান প্রিন্স, শুভ দাস সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের সদস্যরা এ কর্মসুচিতে অংশ নেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest