জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী মুন্টু মিয়া গ্রেফতার

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী মুন্টু মিয়া গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার ধারকী গ্রামের মুক্তার আলীর ছেলে মুন্টু মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মামলার এজাহার সুত্রে জানা গেছে গত ২০০৬ সালের ২৭ অক্টোবর জয়পুরহাট সদর উপজেলার ধারকী প্রামানিক পাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে আব্দুল মতিন জয়পুরহাট শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় মুন্টু মিয়াসহ অজ্ঞাত কয়েকজন মিলে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
উপরোক্ত ঘটনায় মতিনের বড় ভাই আলম হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার শুনানি শেষে ২০১৭ সালে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত মুন্টু মিয়াসহ ৭ জনকে মৃত্যুদন্ড ও বাকী ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহরিয়ার খাঁন জানান, ১৭ অক্টোবর শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা থেকে মুন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় পুলিশ ৮ জন আসামীকে গ্রেফতার করলেও মুন্টু মিয়া দীর্ঘদিন থেকে পলাতক থাকায় অবশেষে প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest