বরিশালে ১২তম মৃৎশিল্পী মেলা ও সম্মেলন এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

বরিশালে ১২তম মৃৎশিল্পী মেলা ও সম্মেলন এবং সম্মাননা  অনুষ্ঠান অনুষ্ঠিত।

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

প্রতি বছরের ধারাবাহিকতা এবারো অনুষ্ঠিত হলো মৃৎশিল্পীদের সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আজ ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ ঘটিকায় বরিশাল নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ১২তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা ২০২০ অনলাইনে মৃৎশিল্প মেলা অনলাইনে ঢাকা থেকে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক সভাপতি বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদা, বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেনের, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, আহ্বায়ক সুশান্ত ঘোষসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মৃৎশিল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। পরে ৬ টি ক্যাটাগরিতে ৬ জন্য মৃৎশিল্পীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।

এ সময় বেশকিছু মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest