নাটোরে প্রকৌশলীর সর্বস্ব লুটের ঘটনায় উবারের কার সহ ৩ জন আটক

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

নাটোরে প্রকৌশলীর সর্বস্ব লুটের ঘটনায় উবারের কার সহ ৩ জন আটক

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি ।

নাটোরের এক প্রকৌশলীর কাছ থেকে সর্বস্ব লুটে নেয়ার ঘটনায় উবারের প্রাইভেট কার সহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার ৭ নভেম্বর দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে জানান, পাবনা গণপূর্ত বিভাগের উপ সহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর অফিস ছুটির পর পাবনার দাশুড়িয়া থেকে নিজ বাড়ি নাটোরের বনপাড়া যাওয়ার জন্য উবারের প্রাইভেট কারে উঠেন। গাড়িতে ওঠার পর সেখানে থাকা আরো ৩ জন ওই প্রকৌশলীর হাতা-পা, চোখ-মুখ বেধেঁ মারপিট করে মোবাইল, এটিএম কার্ড, মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে বাঁধা অবস্থাতেই রাতে প্রকৌশলী জাহিদুলকে নাটোরের বনপাড়া ডিগ্রী কলেজের সামনে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ ঢাকা ও পাবনায় অভিযান চালিয়ে ২ নভেম্বর শরিফুল, বাদশা মিয়া, দেওয়ান ও আরিফুলকে প্রাইভেট কার সহ আটক করে। আটককৃতদের বাড়ি দিনাজপুর ও চাঁদপুর জেলায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest