রৌমারীর স্কুল ছাত্রীক হত্যার দায়ে যুবকের কারাদন্ড

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

রৌমারীর  স্কুল ছাত্রীক হত্যার দায়ে যুবকের  কারাদন্ড

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি : ০৯.১১.২০২০
রৌমারীতে স্কুল ছাত্রীকে হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামের এক যুবকের আমৃত্যু কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন। মামলায় সরকার আইনজীবি ছিলেন এডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষের ছিলেন এডভোকেট ফখরুল ইসলাম।
মামলার বিবরনে জানা গেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এবং প্রতিবাদ করায় ২০১৫ সালের ১৪ জুন রৌমারী উপজলার শৈলমারী এম আর উচ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে তার বোয়ালমারীর বাড়িতে জবাই করে হত্যা করা হয়। ঐ ছাত্রীর মা বাইরে কাজ সেরে বাড়িতে ফিরে মেয়ের গলাকাটা লাশ দেখতে পায়। পরে নিহত আরজিনা খাতুনের মা সাজেদা খাতুন বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পর সোমবার( ৯ নভেম্বর) দুপুরে এ মামলার রায় দেয়া হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest