ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
গোলাম মোস্তফা খান,খুলনা
ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা প্রেরনের অভিযোগে মোঃ মাহাবুবর রহমান (৩৩) নামের এক যুবক গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের চিত্র নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সুত্রধরে স্বরাষ্ট্র মন্ত্রনালয় হয়ে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি ১৬ নভেম্বর দায়ের হয় (যার নং ১৯)। আজ ১৯ নভেম্বর এই মামলায় অভিযুক্ত যুবককে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিরনী থেকে জানা গেছে, অভিযুক্ত মোঃ মাহাবুবর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ম্যানেজ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতো। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে ম্যাসেজ দিতো মাহাবুব। একপর্যায়ে বিষয়টি প্রতিকার চেয়ে নায়িকা শ্রাবন্তী ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়ে আবেদন করেন।
মামলাটির বাদী হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মোঃ খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার ওসি তদন্ত রাধে শ্যাম সরকার। ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর ম্যাসেজ প্রদানে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
এবিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST