আগামীকাল শনিবার প্রকাশ হচ্ছে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল l

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

আগামীকাল শনিবার প্রকাশ হচ্ছে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল l

আগামীকাল শনিবার প্রকাশ হচ্ছে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়নি। জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে শিক্ষার্থীদের মৃল্যায়ন করা হয়েছে। জেএসসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় এই ফলাফল ঘোষণা করা হবে।

মোবাইলের মাধ্যমে জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।

সেখানে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

এ ছাড়া ফলাফলের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest