ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি ধাওয়ায় পন্ড হয়ে যায়।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কাযার্লয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করলে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কাযার্লয় ঘিরে রাখে এবং সমাবেশ করতে বাধা দেয়। সে সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করার চেষ্টা করে। ওই মহুর্তে পুলিশ বিএনপি নেতা ফয়সাল আলম আবুল ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করলে নেতাকর্মীরা তাদের ছাড়িয়ে নেয়। এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে ধাওয়া করলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃংখলা বাহীনির সদস্যদের সংঘর্ষে নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ সামবেশের আয়োজন করে জেলা বিএনপি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST