রাজশাহীতে ৭ জুয়াড়ি আটক ll

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

রাজশাহীতে ৭  জুয়াড়ি আটক ll

রাজশাহী ব্যুরো : মহানগরীতে ৭ জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার বায়া বৈরাগীপাড়া গ্রাম হতে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে ৬ (ছয়) প্যাকেট তাস ও নগদ ৬,৮৪০ (ছয় হাজার আটশত চল্লিশ) টাকাসহ আটক করে।

আটককৃতরা হলো, রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়াপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে সুজন (৩৩), আব্দুল মজিদের ছেলে মিন্টু (২৪), আব্দুর রহমানের ছেলে মহিদুল ইসলাম (৩৮), বায়া পালপাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে জিয়াউর রহমান (৩২), বায়া ভোলাবাড়ী গ্রামের ওবায়দুল শাহের ছেলে রেফাউল ইসলাম (২৫), শাহমখদুম থানার পবা নতুন পাড়া গ্রামের মৃত জমির মাঝির ছেলে মোঃ মিলন শেখ (৩৭) ও খোয়াজ উদ্দিনের ছেলে স্বপন (৩০)। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest