নওগাঁর আত্রাইয়ে ইজিপিপি কাজের উদ্বোধন l

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১

নওগাঁর আত্রাইয়ে ইজিপিপি কাজের উদ্বোধন l

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে 2020-2021 অথ বছরের অতি দরিদ্রদের জন্য কমসংস্থান কমসূচির(2য় পর্যায়) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা 10টায় উপজেলার সাহাগোলা ইউপি’র কয়সা গ্রামে এই কাজের উদ্বোধন করা হয়।উপজেলার দূযোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নিবাহী অফিসার ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(চলতি দাযিত্বে) মোঃ মেহেদী হাসান, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, ইউপি সদস্য মোসলেম উদ্দিন,আব্দুল মজিদ মল্লিক, শফিকুল ইসলাম, ইউপি সচিব আলী –আলইফতেখায়ের সেবু প্রমূখ।একই সাথে উপজেলার 08টি ইউনিয়নের2020-2021 অথ বছরের অতি দরিদ্রদের জন্য কমর্সংস্থান কমসূচির(2য় পর্যায়) কাজের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকেতেখারুল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest