নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরসহায়তার লক্ষে 2020-21অর্থ বছরে প্রণোদনা সার-বীজ বিতরণ l

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরসহায়তার লক্ষে 2020-21অর্থ বছরে প্রণোদনা সার-বীজ বিতরণ l

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে সার বীজ বিতরণ করা হয়। সোমবার দুপুরেআত্রাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিককৃষকের মাঝে দশ জনের গ্রুফকরে প্রতিজন কৃষককে আউশ ধান বীজ পাঁচ কেজি ও সার ডিএফপি-বিশ কেজি ওএমওপি সার- দশ কেজি করে বিতরণ করেনউপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ প্রামানিক।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যানশেখ হাফিজুর রহমান,উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ কেরামত আলী, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃজানবক্স,ইউপি সদস্য শ্রী স্বপন কুমার, কৃষক মোঃ সিরাজুল ইসলাম মৃধা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমুল হক নাদিম, প্রমূখ।এবার আত্রাই উপজেলায় সাত শত ক্ষুদ্র-প্রান্তিক কৃষক আউশ প্রণোদনায় সারও বীজ পাবে বলে উপজেলা কৃষি অফিসার জানান


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest