বগুড়ার শেরপুরের পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা জি আর প্রকল্পের উদ্বোধন ।

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

বগুড়ার শেরপুরের পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা জি আর প্রকল্পের উদ্বোধন ।

জাহাঙ্গীর ইসলাম, বগুড়া প্রতিনিধি

বগুড়া শেরপুরের দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা জি আর প্রকল্পের উদ্বোধন করলেন নবাগত ইউ এন ও ময়নুল ইসলাম।

জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সুঘাট ইউনিয়ন এবং পর্যায়ক্রমে বিশালপুর, সীমাবাড়ি ও ভবানীপুর ইউনিয়নে বিতরণ কাজের উদ্বোধন করেছেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি’র মাধ্যমে জানা যায় শেরপুর উপজেলার ২০২০/২০২১ অর্থ বছরের জি,আর প্রকল্পের মাধ্যমে দশটি ইউনিয়নে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রত্যেকটি ইউনিয়নের ২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। প্রতি ইউনিয়নের ৫০০ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হবে এই মানবিক সাহায্য। এর আওতায় প্রতিটি পরিবারকে ৫০০ টাকার সমমূল্যের খাদ্য সামগ্রী যেমন, ১ কেজি মুশুর ডাল, ৩ কেজি আলু , ৫ কেজি চাউল, ১ কেজি লবণ ও আধা লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হবে ।

বগুড়া শেরপুরের বিশালপুর ইউনিয়ন এই প্রকল্পের উদ্বোধনী সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান, বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ট্যাগ অফিসার মোঃ গাফফার, বিশালপুর ইউনিয়নের সচিব মোঃ নজরুল ইসলামসহ অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্য বৃন্দ।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে দরিদ্রদের প্রধানমন্ত্রীর এই মানবিক সহযোগিতার প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest