ফুলবাড়িয়ায় দেড় হাজার দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ l

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

ফুলবাড়িয়ায় দেড় হাজার দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ l

নিজস্ব প্রতিবেদক :ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেড় হাজার দুস্থ ও অসহায়দের নিজ উদ্যোগে ঈদ সামগ্রী প্রদান করেছেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান, উপজেলা মহিলা আ’লীগের আহ্বায়ক ও প্রভাষক ফারজানা শারমিন বিউটি ।

বুধবার (২৮ এপ্রিল) ফুলবাড়িয়া পৌরসভা, কুশমাইল, পুটিজানা ও নাওগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম কিবরিয়া, রাধাকানাই ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, কুশমাইল ইউপি চেয়ারম্যান শামছুল হক, পুটিজানা ইউপি চেয়ারম্যান মোঃ ময়েজ উদিদন তরফদার, নাওগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পুটিজানা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার ফজিলা প্রমুখ উপস্থিত ছিলেন । ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, সাবান ও মাস্ক ।

ফারজানা শারমিন বিউটি বলেন, আমার বাবা আলহাজ মো: মোসলেম উদ্দিন এমপি, মা হাসিনা উদ্দিন এর অনুপ্রেরণায় কলেজের বেতনের সিংহভাগ খরচ করে ঈদের আগে ৫ হাজার দুস্থ ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী পৌঁছে দিতে চাই ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest