নাটোরে যোগাযোগ ব্যবস্থার অভাবে সিংড়ার পাঁচটি গ্রামের মানুষ ফসলের ন্যায় মুল্য হতে বঞ্চিত

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

নাটোরে যোগাযোগ ব্যবস্থার অভাবে সিংড়ার পাঁচটি গ্রামের মানুষ ফসলের ন্যায় মুল্য হতে বঞ্চিত

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের সিংড়ায় ৯নং তাজপুর ইউনিয়নের অন্তর্গত, হরিপুর সহ পাঁচটি গ্রামের মানুষ পারাপারের অসুবিধার কারণে ফসলের ন্যায্য মুল্য হতে বঞ্চিত।

গ্রামের বাসিন্দা মোঃ মোবারক হোসেন জানান, নাগর নদীর ওপর পুরাতন বাঁশের ব্রিজ, হরিপুর সহ পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র উপায়। কিন্তু যানবাহন গ্রামে যেতে না পারায় দুগুণ খরচ করতে হয়।

দীর্ঘ দিন যাবত ব্রিজের অভাবে তাদের উৎপাদিত ফসল হাট বাজারে বিক্রয় করতে পারছে না, যার জন্য কৃষকরা প্রতিবছর আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হিসেবে উল্লেখ করেন ব্রিজ। একটি ব্রিজই পালটে দিতে পারে হরিপুর সহ পাঁচটি গ্রাম বাসীর ভাগ্য।

গ্রামের জনসাধারণ বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন।

বর্তমানে কোন প্রকার যানবাহন গ্রামে যাওয়ার সুযোগ নেই, একমাত্র বাঁশের ব্রিজ তার ওপর দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে হয়। কিন্তু ধান, গম, ভুট্টা, পারাপারে জন্য বর্ষাকালে নৌকা, খরা মৌসোমে মাথায় করে বাঁশের ব্রিজ পার হয়ে সড়কে আনতে হয়, তারপর সেখান থেকে গাড়ি যোগে হাট বাজার পৌঁছাতে হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest