দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই l

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ১, ২০২১

দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই l

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারসূত্রে জানা গেছে। অগ্নিসংযোগের কারন জানা যায়নি তবে ক্ষতিগ্রস্থদের দাবী, পূর্ব শত্রুতা মূলক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের মিয়া বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, রাজা লতিফ উল্লাহ্, রাজা আক্কাস উল্লাহ্ ও রাজা খলিল উল্লাহ্ এদের পৃথক বসতঘরে গভীর রাতে অগ্নিকান্ড দেখে পাশবর্তী লোকজন দৌঁড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের টিম পৌঁছার আগেই টিনসেটের বসতঘর পুঁড়ে ছাই হয়ে যায়।


স্থানীয়দের ধারনা, গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। শনিবার সকালে উপজেলা পরিষদ ভাইস চেয়ামানদ্বয়, ইউএনও, থানা অফিসার ইনচার্জ ও ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শান্তনা দেন ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest