ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২১
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-আমরা সবাই জানি মানব জীবনের অপরিহায অক্সিজেন দাতা পরিবেশের সব চেয়ে বন্ধু “গাছ”।শুধু অক্সিজেনেই সীমাবদ্ধ নয়, গাছ আমাদের বিভিন্ন প্রাকৃতিক দূযোগের হাত থেকে যুগের পর যুগ রক্ষা করে আসছে।তাই সরকারের পক্ষ থেকে বেশি বেশি গাছ লাগানোর জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।নওগাঁয় কর্তৃপক্ষ পদক্ষেপ না নেয়ায় গাছে গাছে বড় বড় পেরেক পুতে কোচিং সেন্টার, ক্লিনিক ও হাসপাতালের সাইনবোড,বিল বোড,রাজনৈতিক ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে পরিবেশ বিনষ্ট করা হচ্ছে।পরিবেশবান্ধব গাছের প্রতি মানুষের এ অত্যাচারে প্রাকৃতিক সৌন্দয বিনষ্টের পাশাপাশি অক্সিজেনের ফ্যাক্টরী খ্যাতে শত শত গাছ দিন দিন শুকিয়ে মরে যাচ্ছে। সবচেয়ে বেশি চোখে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের আত্ন প্রচারনার ব্যানার।একই ছবি চোখে পড়ে একাধিক স্থানে।নওগাঁর –শান্তাহার সড়ক, বালুডাঙ্গা বাসস্টান্ড, সরকারী কলেজ,হাপানিয়া,দুবলহাটি রোড়,নওগাঁ শৈলগাছি রোড় সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছেসড়কের পাশের গাছে গাছে ঝুলন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারনার অসংখ্য ফেস্টুন। পুরো জেলার সড়ক-মহাসড়ক সমস্ত গাছে পেরেক ঠুকে ঠুকে লাগানো হয়েছে হাজারো বিজ্ঞাপন।এতো বিজ্ঞাপনের ভিড়ে গাছগুলো জীবমৃত্যু অবস্থায় পরিণত হয়েছে ব্যানার গাছে। জেলার সুজন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল বলেন,সরকারের আইন মেনেই সকল বিজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা মানা হয় না। যে কোন প্রতিষ্ঠান তার ইচ্ছামত ছোট-বড় গাছে তাদের চমকপ্রদ বিজ্ঞাপন ঝুলিয়ে দিচ্ছে।এতে করেগাছগুলোর জীবন ঝুকিতে পড়ছে।এর জন্য সরকারের আইন আছে, এর সঠিক প্রয়োগ করতে হবে।পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে।এ বিষয়ে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মকবুল হোসেন বলেন, জেলা বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তর সমন্বয়ে দ্রুত বিষয়টি নজর এন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে।#
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST