সেই নবজাতকের ঠিকানা খুলনার ছোটমণি নিবাসে, ২৭ দম্পতির আবেদন করেছিলো তাকে নেওয়ার জন্য l

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

সেই নবজাতকের ঠিকানা খুলনার ছোটমণি নিবাসে,   ২৭ দম্পতির আবেদন করেছিলো তাকে নেওয়ার জন্য l

খুলনা ব্যুুরোঃ
বাগেরহাটে চায়ের দোকানের পেছনে থাকা ক্যারম বোর্ডের ওপর থেকে ভোর রাতে পাওয়া নবজাতককে খুলনা ছোটমণি নিবাসে (বেবি হোম) পাঠানো হয়েছে। বুধবার (৯ জুন) বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে ওই নবজাতককে খুলনা ছোটমণি নিবাসে পাঠানো হয়।

সদর হাসপাতাল চত্বর থেকে নবজাতককে অ্যাম্বুলেন্সে তুলে দেন সমাজসেবা অধিদফতর বাগেরহাটের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। এ সময় প্রবেশন অফিসার মো. সোহেল পারভেজ, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।

নবজাতকটিকে দত্তক নিতে ইতোমধ্যে শিশুকল্যাণ বোর্ডের কাছে ২৭ দম্পতি আবেদন করেছে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদফতর, বাগেরহাটের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।

তিনি বলেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। শিশুটিকে দত্তক নিতে ইতোমধ্যে শিশুকল্যাণ বোর্ডের কাছে ২৭ দম্পতি আবেদন করেছেন। শিশুকল্যাণ বোর্ড যাচাই-বাছাই করে দত্তক দেওয়াটা একটু সময়সাপেক্ষ বিষয়। তাই আমরা শিশুটিকে খুলনা বিভাগীয় ছোটমণি নিবাসে পাঠিয়েছি। আপতত নবজাতকটি সেখানে থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest