দুমকিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন।

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

দুমকিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন।

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দুমকিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা – বাউফল মহাসড়কের পাশে প্রেসক্লাব দুমকির সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তাঁরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের দুমকি উপজেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাকিব, সাবেক সভাপতি হাফেজ মাওঃ নুর মোহাম্মদ,মোঃ রবিউল ইসলাম ও ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ মাকসুদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়েছে। অনেকে ঝড়ে পড়েছেন, কারো চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মাদক ও মোবাইল গেমসে আসক্ত হচ্ছে। বাজার, মার্কেট গার্মেন্টস ও গণপরিবহন স্বাভাবিক নিয়মে চললেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হয়েছে। অযৌক্তিক কারনে শিক্ষার্থীদের ধ্বংস করার পেছনে একটি চক্র ষড়যন্ত্র করছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest