ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের লালপুরে নতুন করে একদিনে আরো ১৬জনের শরীরে করোনা আক্রান্ত, ৪৫ জনের নমুনা পরীক্ষা করে।
সোমবার (২৮ জুন) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিসংখ্যান আজিজুল হক এই তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩ হাজার ৪০০ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ২৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮৪ জন। দুই জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের হার ৩৪.৭৫ ভাগ।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) শাম্মী আক্তার বলেন, করোনা সংক্রামন রোধে প্রতিটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে। সরকারী বিধি নিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে এবং পুলিশ সদস্য কাজ করছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST