কঠোর লকডাউন বাস্তবায়নে জনসচেতনতামূলক প্রচারে মাঠে সুবিদপুর ইউপি চেয়ারম্যান আঃ গাফফার খান

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

কঠোর লকডাউন বাস্তবায়নে  জনসচেতনতামূলক প্রচারে মাঠে  সুবিদপুর ইউপি চেয়ারম্যান আঃ গাফফার খান

নিজস্ব প্রতিবেদক ঃসরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান জনসচেতনতামূলক প্রচারে মাঠে নেমেছেন।
লকডাউনের প্রথম দিন থেকে নিয়মিত ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার পাড়া-মহল্লার লোকজনকে সচেতন করে যাচ্ছে সুবিদপুর ইউপি’র চেয়ারম্যান আঃ গফফার খান এবং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গ্রাম পুলিশদেরকে সাথে নিয়ে ইউনিয়নের বাজারে বাজারে পাড়া-মহল্লায় প্রচারণা চালান-লকডাউন মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।
সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ গফফার খান বলেন, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই সরকার দেশবাসীকে করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে যেই লকডাউন ঘোষণা করেছেন। তা আমাদের সকলের মেনে চলা উচিত। তাই ইউনিয়নবাসীকে লকডাউন মেনে চলার জন্য সচেতন করতে আমার পরিষদের মেম্বার ও গ্রাম পুলিশদেরকে সাথে নিয়ে প্রতিনিয়ত সচেতনামূলক প্রচার প্রচারণা করে যাচ্ছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest