পরীমণির কথিত ‘মম’ ডিবি কার্যালয়ে

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

পরীমণির কথিত ‘মম’ ডিবি কার্যালয়ে

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ায় চিত্রনায়িকা পরীমণির কথিত ‘মম’ নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (০৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। সে সিনেমার নায়িকা পরীমণি।

ঢাকার সাভারে বোট ক্লাব কাণ্ডের সময় পরীমণির পাশে চয়নিকা চৌধুরীকে দেখা যায়। কিন্তু গত ৪ আগস্ট পরীমণি আটক হওয়ার পর চয়নিকাকে পরীমণির পাশে দেখা যায়নি। এ নিয়ে চয়নিকা গণমাধ্যমে বলেন, পরীমণির সঙ্গে তার যোগাযোগ ও আড্ডা নিতান্ত পেশাগত কারণে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest